দেশে করোনা ভাইরাস সংক্রমনে চলমান লকডাউন পরিস্থিতিতে সাভারে গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ‘‘সম্প্রীতির ইফতার’’ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রের (বিপিএটিসি) প্রশিক্ষন মাঠে সামাজিক দুরুত্ব নিশ্চিত করে পাঁচশ পঞ্চাশ জন ব্যক্তির হাতে এ ইফতার তুলে দেয়া হয়।
এসময় আয়োজিত ‘‘সম্প্রীতির ইফতার’’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে সাভার এলাকার প্রান্তিক শ্রেনীর পরিবারগুলোকে ইফতার গ্রহনের জন্য আমন্ত্রণ জানানো হয়।
উপস্থিত সকলকে মাঠের মধ্যে সামাজিক দুরুত্ব নিশ্চিত করে বসানোর পর বর্তমানে উদ্ভুত করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দুরুত্ব বজায় রাখার জন্য আহ্বান জানানো হয়। পরে রমজানের সহমর্মিতার শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে টেবিলের উপর স্তুপ করে রাখা খাবারের মধ্যে থেকে সকলে নিজ হাতে যার যার প্যাকেট তুলে নিয়ে যান।
সাভার সেনানিবাসের ইনফিল রেজিমেন্ট আর্টিলারী অধিনায়ক লে. কর্ণেল চিশতী বলেন, আমাদের দায়িত্বপূর্ন এলাকাগুলোতে প্রতিনিয়ত টহল কার্যক্রম পরিচালনা করে জনসচেতনতা তৈরীর চেষ্টা করছি। মানুষ যেন সামাজিক দুরুত্ব বজায় রেখে চলাচল করে এবং করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হয়। আজকে আমরা সাভারের চারটি ইউনিয়নের যারা দুঃস্থ, অসহায় এবং ইফতার করার সুযোগ পাননা এমন পাঁচশ পঞ্চাশ জনের হাতে ইফতার তুলে দিয়েছি। পরবর্তীতেও এই কার্যক্রম পুরো রমজান জুড়েই অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবহিনীর ৯ পদাতিক ডিভিশন করোনা মোকাবেলায় শুরু থেকেই তাদের দায়িত্বপূর্ন এলাকায় সামাজিক দুরুত্ব নিশ্চিতকরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন, মাস্ক ও জীবানুনাশক সামগ্রী প্রদান, সম্প্রীতির বাজার চালুসহ দরিদ্র কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার সবজি ও কৃষি বীজ বিতরন কর্মসূচী পালন করে আসছে।


